মহিউদ্দীন আহমেদ। অবশেষে ১০ শতাংশ লোকাল ট্রেন চালাবার সিধান্ত নিলো রাজ্য সরকার। সোমবার নবান্নে রেলওয়ে কতৃপক্ষের সঙ্গে রাজ্য প্রশাসনের উচ্চ...
মহিউদ্দীন আহমেদ।
অবশেষে ১০ শতাংশ লোকাল ট্রেন চালাবার সিধান্ত নিলো রাজ্য সরকার। সোমবার নবান্নে রেলওয়ে কতৃপক্ষের সঙ্গে রাজ্য প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তাদের মধ্যে আলোচনা করে এমন সিধান্ত নেওয়া হয়েছে। কোরনা আবহে দীর্ঘ লক ডাউনের সময়কাল থেকে ট্রেন চলাচল বন্ধ। শৃধু মাত্র সরকারী কর্মী, অফিসারদের কাজে যোগ দেবার জন্য দু একটি লোকাল ট্রেন চললেও সেভাবে ট্রেন চলে নি। ফলে সাধারন যাত্রীদের তরফে দূরে চিকিৎসা করানো, কোন সরকারী অফিসে কাজে যোগ দেওয়া বা জরুরী প্রয়োজনেও আত্মীয় স্বজনদের বাড়ী যাওয়া সমস্যা হচ্ছিল। তাছাড়াও বেসরকারী সেকটরে যারা চাকরী করেন এবং ট্রেনে যাতায়াত করেন তাদেরও সমস্যায় পড়তে হয়েছে। ট্রেনে কর্মরত হকার সহ বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষরা তো কর্মহীন হয়ে পড়ে। দিনকয়েক আগে হাওড়া স্টেশনে সরকারী কর্মীদের জন্য বরাদ্দ ট্রেনে উঠতে গিয়ে যাত্রীদের সঙ্গে রেল পুলিশের খন্ডযুদ্ধ বেঁধে যায়। তারপর রাজ্য সরকার কিছু লোকাল ট্রেন চালাবার কথা ভাবে। সেই মতো রাজ্যের মুখ্য সচিব, স্বরাস্ট্র সচিব, পুলিশ কমিশনার সহ রাজ্যের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রেল কতৃপক্ষের উচ্চ পর্যায়ের কর্তাদের বৈঠক হয়।সেখানে মোট ট্রেনের উপর দশ শতাংশ লোকাল ট্রেন চালাবার সিধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের এই সিধান্তে খুশী সাধারন মানুষ। যদিও ট্রেনে চাপার জন্য কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে যাত্রীদের।
COMMENTS